গত সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব আলু ভারত থেকে হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক।
তিনি জানান, এর আগে চলতি মাসের ৩ তারিখে ২৬ ট্রাকে ৬৭৮ মেট্রিকটন আলু আমদানি হয়েছিল। যেটি ছিল এই বন্দরে সর্ব্বোচ্চ আলু আমদানির পরিমাণ।
সোহরাব হোসেন মল্লিক জানান, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার থেকে হিলি স্থলবন্দরের টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পানামা পোর্ট সরকারি ছুটি ব্যতীত পণ্য লোড-আনলোড স্বাভাবিক রয়েছে। তাই রেকর্ড পরিমাণ আমদানি করা আলু আমদানিকারকদের চাহিদা মোতাবেক আলুর গাড়িগুলো ছাড়করণ করা হচ্ছে।
এদিকে রেকর্ড পরিমাণ আলু আমদানি হওয়ায় ঈদের ছুটিতে আমদানি বন্ধ থাকলেও দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানান আমদানিকারকরা।
এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                