মানুষের নিরাপত্তা দেওয়াই আমাদের ঈদ

মানুষের নিরাপত্তা দেওয়াই আমাদের ঈদ

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তবে পেশাগত কারণে মানুষের নিরাপত্তাকেই গুরুত্ব দিয়ে কাটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঈদ। অন্যের ঈদ নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা।


ঈদগাহ ময়দানে দায়িত্বরত কনস্টেবল মো. সিদ্দিক বলেন, এক ঈদে ডিউটি করতেই হয়। সেজন্য এবার ডিউটি করছি। কোরবানিতে ছুটি নেবো, তাই এবার কষ্ট করতেছি। কি আর করার আমাদের চাকরিটাই এমন। মানুষের নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ।


কনস্টেবল রিপন বলেন, পরিবারের সবাই গ্রামে ঈদ করতেছে। আমি ডিউটির জন্য ঢাকায় আছি। ঈদের পর ছুটি নিয়ে বাড়ি যাবো। পরিবার ছাড়া ঈদ করতে তো কারোই ভালো লাগে না। তবুও কাজের জন্য সবই করতে হয়।


ট্রাফিক পুলিশ মজিবুর রহমান বলেন, রাস্তায় গাড়ি সামলানোই আমাদের কাজ। ঈদের দিনও আমাদের এ কাজই করা লাগে। এক ফাঁকে ঈদের নামাজ পড়েছি। এখন আবার রাস্তায় ডিউটি করতেছি। আমাদের ঈদ এভাবেই কাটে।


পরিবারের সঙ্গে ঈদ করতে না পারলেও এত মানুষের সঙ্গে ঈদ করি সেটাই কম কিসের। সবার সঙ্গে নামাজ পড়লাম, সেটাও এক রকম আনন্দ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা