জি-মেইলে যুক্ত হচ্ছে এআই

জি-মেইলে যুক্ত হচ্ছে এআই

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। এবার গুগলের জি-মেইলে যুক্ত হচ্ছে এআই। এখন আর অপ্রয়োজনীয় দীর্ঘ মেইলে ভরে থাকবে না আপনার ইনবক্স।


এছাড়া এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা চ্যাট করতে পারবেন। জি-মেইল অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে ব্যবহারকারীদের জন্য শিগগির একটি নতুন ফিচার সামারাইজ দিজ ই-মেইল চালু করা হতে পারে।


এর পাশাপাশি, গুগল অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য একটি নতুন টগল বোতাম দেওয়া হবে, যেখানে জেমিনি সমর্থন করবে। জি-মেইল অ্যাপের নতুন অ্যান্ড্রয়েড ফিচারটি আপনার দীর্ঘ মেইলগুলোকে সংক্ষিপ্ত করবে। এভাবে আপনার সময় বাঁচবে। প্রতিবেদনে বলা হয়েছে, সামারাইজ দিজ মেইল ফিচারটি সাবজেক্ট লাইনের নিচে দেওয়া হবে।


বর্তমানে এই ফিচারটি শুধু ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়ছে। এটি জি-মেইলের ওয়েব সংস্করণে ব্যবহার করা যেতে পারে। এই ফিচারটি বর্তমানে প্রাথমিক পরীক্ষার পর্যায় অতিক্রম করছে, যখন এই ফিচারটি সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে, এটি ই-মেইলের উপরে একটি বড় আকারের উইন্ডোতে দৃশ্যমান হবে।


শিগগির ব্যবহারকারীদের একটি নতুন টগল বোতাম দেওয়া হবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা গুগল অনুসন্ধান এবং জেমিনি এআইতে স্থানান্তর করতে সক্ষম হবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা