ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৫টা ১৭ মিনিটে আগুনের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিকেল ৫টা ১৭ মিনিটে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খবর পেয়ে আমাদের দুটি ইউনিট সেখানে গিয়ে কাজ করে। পরে বিকেল ৫টা ৪৫ মিনিট আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
তিনি বলেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আর আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়ে আমাদের তদন্ত রিপোর্ট না এলে এখনই কিছু বলতে পারছি না।
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                