শোক বার্তায় বলা হয়, ফরহাদ হুসেইন অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, অমায়িক, সহজ-সরল এবং বন্ধুবৎসল মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে স্টারলিং স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক মন্ডলী এবং সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ এপ্রিল) বিকাল সোয়া ৫টায় স্টারলিং স্টকসের কর্মকর্তা ফরহাদ হুসেইন মুগদা হসপিটালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর । তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্র, পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমআই