তিনি বলেন, অনলাইনসহ পু্ঁজিবাজারের সকল তথ্য সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য ডিজাস্টার রিকভারি সিস্টেম তৈরি করতে হবে।
আজ সোমবার (০২ নভেম্বর) ডিএসই নিকুঞ্জ টাওয়ার পরিদর্শনের সময় এসব কথা বলেন বিএসইসি চেয়ারম্যান।
এসময় কমিশনার খোন্দকার কামালুজ্জামান, অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান এবং আব্দুল হালিম উপস্থিত ছিলেন। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পরিবর্তনের সাথে সাথে মানুষ সামনের দিকে এগিয়ে যায়। এক্ষেত্রে খেয়াল রাখা প্রয়োজন যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিনা। পুঁজিবাজারের জন্য তথ্য অত্যন্ত গরুত্বপূর্ণ বিষয়। আর এটিকে সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য ডিজাস্টার রিকভারি সিস্টেম তৈরি করতে হবে। উন্নয়নের জন্য জনবল এবং অবকাঠামো উভয় ক্ষেত্রে উন্নয়ন করতে হবে। পুঁজিবাজারে আগামীতে সকল কিছু অনলাইনে সম্পন্ন হবে, এজন্য ডিএসই’র আইটি বিভাগকে অত্যন্ত শক্তিশালী করে গড়ে তুলতে হবে।