খবর পেয়ে আড়াই ঘণ্টা পর যমুনা এক্সপ্রেসের ট্রেনটি উদ্ধার করে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে কমলাপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস
তিনি বলেন, জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি সকাল ৮টার দিকে লাইনচ্যুত হয়। এতে সেখানে ডাবল লাইন থাকায় একটি লাইন বন্ধ রয়েছে। আরেকটি দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর লাইনচ্যুত ট্রেনটি লাইনে আনা হয়। এতে সকাল সাড়ে ১০টা থেকে ডাবল লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি বলেও ফেরদৌস আহমেদ বিশ্বাস।
অর্থসংবাদ/এমআই