শনিবার রাজধানীর উত্তরায় আই.ই.টি স্কুলে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভোটার উপস্থিতি এখন পর্যন্ত (বেলা ১১টা) ভালো না জানিয়ে সিইসি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা আসবে।
প্রার্থী এবং সমর্থকদের শান্ত থেকে ভোটের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নূরুল হুদা বলেন, বের করে দিচ্ছে বললেই বের হবে কেন? তাকে সেখানে টিকে থাকতে হবে। কেউ বললেই বের হয়ে যাবে বিষয়টা এমন না, তার সামর্থ্য থাকতে হবে।
এ ছাড়া ফিঙ্গার প্রিন্ট না মেলায় অনেকের ভোট দিতে না পারার বিষয়ে তিনি বলেন, ‘ভোট দিতে পারার তিন-চারটা উপায় আছে। আগের ভোটার কার্ড বা স্মার্ট কার্ড যে কোনো একটা দিয়েই তিনি ভোট দিতে পারবেন।’