পরীক্ষায় মার্কস না থাকলে শিক্ষার্থীরা কিছুই করতে চায় না: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় মার্কস না থাকলে শিক্ষার্থীরা কিছুই করতে চায় না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আমরা এমন মানসিকতা তৈরি করেছি যে, পরীক্ষায় মার্কস না থাকলে শিক্ষার্থীরা কিছুই করতে চায় না। এটি ভালো মানসিকতা নয়। এ থেকে বের হয়ে আসতে হবে।


বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, আমরা এমন মানসিকতা তৈরি করেছি যে, পরীক্ষায় মার্কস না থাকলে শিক্ষার্থীরা কিছুই করতে চায় না। এটা বিশেষ করে শহরাঞ্চলে দেখা যায়।


তিনি আরও বলেন, সেদিক থেকে অবশ্য স্কাউটদের ক্রেডিট দেওয়া প্রয়োজন। তারা ভিন্ন আঙ্গিকে নিজেদের প্রস্তুতে সদা তৎপর। এজন্য আমাদের নতুন কারিকুলামে স্কাউটিং রাখা হবে। স্কাউটিং কার্যক্রমকে শিক্ষাক্রমের মধ্যে অবশ্যই থাকতে হবে। সেটা আমরা যাতে করতে পারি সেজন্য আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) যে মূল্যায়ন পদ্ধতি আছে, সেখানেও সেগুলো যাবে। এটিকে আমরা মার্কিং স্কিমের মধ্যে আনার চেষ্টা করব।


মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রকৃতি থেকে শেখার মানসিকতা যদি না থাকে, তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের খাপ খাওয়াতে কষ্ট হবে। তাই নতুন কারিকুলামে জীবন ও জীবিকাসহ আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে এসব বিষয়ে শিখনকালীন মূল্যায়ন করা হবে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা