সাকিব দেশে ফিরছেন বৃহস্পতিবার রাতে

সাকিব দেশে ফিরছেন বৃহস্পতিবার রাতে
জুয়াড়ির প্রস্তাব গোপন করার অভিযোগে সবধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানের ওপর আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৯ অক্টোবর। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বিসিবি আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার কথা রয়েছে সাকিবের। সেই লক্ষ্যেই তিনি দেশে ফিরছেন।

মঙ্গলবার এখবর নিশ্চিত করে বিসিবি‘র বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় কাতার এয়ারলাইন্সে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন লাল সবুজের বিশ্ব নন্দিত অলরাউন্ডার সাকিব আল হাসান।

এর আগে গত অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজে অংশ নিতে গেল ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। ফিরেই নিজেকে প্রস্তুত করতে চলে যান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। প্রায় ১ মাসেরও বেশি সময় সেখানে চলেছে তার রুদ্ধদ্বার অনুশীলন।

লক্ষ্য ছিল শ্রীলঙ্কা সিরিজ ও লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা। কিন্তু আখেরে দুটির কোনোটিই হয়নি।শ্রীলঙ্কা সিরিজে খেলা হলো না কারণ, অতিমারির সময়ে লঙ্কান সরকারের বেঁধে দেওয়া ১৪ দিনের কোয়ারেনটাইন নিয়মের সঙ্গে একমত পোষণ করেনি বিসিবি।

আর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলা হলো না কারণ ঘরোয়া ক্রিকেটে তার অংশগ্রহণ নিশ্চিত করতে সেখানে খেলতে বিসিবি অনাপত্তি পত্র (এনওসি) দিবে না। সেকারণেই হয়তো আবার পরিবারের কাছে ফিরে যাওয়াটাই ঢেঢ় যুক্তিযুক্ত মনে করেছিলেন। তাই তিনি ফিরে গিয়ে ছিলেন পরিবারের কাছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো