বাংলাদেশে অধিক হারে বিনিয়োগ করতে চায় তিন নরডিক রাষ্ট্র

বাংলাদেশে অধিক হারে বিনিয়োগ করতে চায় তিন নরডিক রাষ্ট্র
বাংলাদেশে অধিক হারে বিনিয়োগ করতে চায় নরডিক রাষ্ট্রগুলো। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত তিন নরডিক দেশ ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূত।

গতকাল বিডার সম্মেলন কক্ষে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে ডেনমার্কের উইনি এসটরুপ পেটারসেন, সুইডেনের আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন উপস্থিত ছিলেন। এ সময়ে তারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, কভিড-১৯ কালীন সেবা, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

আলোচনাকালে বিডার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের অনেকগুলো মেগা প্রজেক্ট যেমন পদ্মা সেতু, গভীর সমুদ্রবন্দর, যা আগামী বছরগুলোতে বাস্তবায়িত হবে। এর ফলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পাবে।

এ সময় বিডার পরিচালক আরিফুল হক ভিডিও উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের ক্রম অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ পরিবেশ, বিনিয়োগের ক্ষেত্রসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিডার নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, মহাসিনা ইয়াসমিন এবং অভিজিত চৌধুরী উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান