বাংলাদেশে অধিক হারে বিনিয়োগ করতে চায় তিন নরডিক রাষ্ট্র

বাংলাদেশে অধিক হারে বিনিয়োগ করতে চায় তিন নরডিক রাষ্ট্র
বাংলাদেশে অধিক হারে বিনিয়োগ করতে চায় নরডিক রাষ্ট্রগুলো। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত তিন নরডিক দেশ ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূত।

গতকাল বিডার সম্মেলন কক্ষে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে ডেনমার্কের উইনি এসটরুপ পেটারসেন, সুইডেনের আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন উপস্থিত ছিলেন। এ সময়ে তারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, কভিড-১৯ কালীন সেবা, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

আলোচনাকালে বিডার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের অনেকগুলো মেগা প্রজেক্ট যেমন পদ্মা সেতু, গভীর সমুদ্রবন্দর, যা আগামী বছরগুলোতে বাস্তবায়িত হবে। এর ফলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পাবে।

এ সময় বিডার পরিচালক আরিফুল হক ভিডিও উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের ক্রম অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ পরিবেশ, বিনিয়োগের ক্ষেত্রসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিডার নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, মহাসিনা ইয়াসমিন এবং অভিজিত চৌধুরী উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ