গতকাল বিডার সম্মেলন কক্ষে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে ডেনমার্কের উইনি এসটরুপ পেটারসেন, সুইডেনের আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন উপস্থিত ছিলেন। এ সময়ে তারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, কভিড-১৯ কালীন সেবা, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আলোচনাকালে বিডার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের অনেকগুলো মেগা প্রজেক্ট যেমন পদ্মা সেতু, গভীর সমুদ্রবন্দর, যা আগামী বছরগুলোতে বাস্তবায়িত হবে। এর ফলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পাবে।
এ সময় বিডার পরিচালক আরিফুল হক ভিডিও উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের ক্রম অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ পরিবেশ, বিনিয়োগের ক্ষেত্রসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিডার নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, মহাসিনা ইয়াসমিন এবং অভিজিত চৌধুরী উপস্থিত ছিলেন।