সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক এস এম আশরাফুল আলমের হাতে থাকা ওয়ালটনের ৬ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৮৮টি শেয়ারের মধ্যে দশ হাজার শেয়ার বিক্রি করবেন তিনি। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজার দরে ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
পুঁজিবাজারে ২০২০ সালে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। গত মার্চ পর্যন্ত তথ্য অনুসারে, পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩। এর মধ্যে ৯৮ দশমিক ৯০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।
এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৪৪ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে দশমিক ১০ শতাংশ শেয়ার আছে। বাকি দশমিক ৫৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
এমআই