বিচারের রায় বাংলায় লেখার ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী

বিচারের রায় বাংলায় লেখার ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী
আইনমন্ত্রী ও প্রধান বিচারপতিকে উদ্যোগে গ্রহণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিচারের রায় বাংলায় লেখার ব্যবস্থা নিতে হবে। এটা আমি চাই, আপনারা একটু ব্যবস্থা নেন। কারণ এর অনেক কথা, অনেক শব্দ, অনেক টার্ম, যেগুলো আমাদের সাধারণভাবে ব্যবহার হয় না। কারণ বিচারের ফলে কি রায়টা পেল, সে নিজে দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। আমি মনে করি এটা একান্তভাবে দরকার। এব্যাপারে যদি কোনো ফান্ড লাগে, সেটাও ব্যবস্থা করবো। কিন্তু আমি চাই, এটা যেন হয়।’

বুধবার সকালে নবনির্মিত ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, ঢাকা-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ভার্চুয়ালি যুক্ত হন।

আইনমন্ত্রী আনিসুল হক গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার বাসভবন থেকে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী আইন পেশার সংশ্লিষ্ট সকলের সুযোগ-সুবিধা গ্রহণের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, আমি সবসময় মনে করি, যারা এই কাজগুলি করবেন বা বিচার দেবেন বা বিচারের সঙ্গে সংশ্লিষ্ট তারা যেন একটু ভালোভাবে ভালো পরিবেশে বসবাস করতে পারেন, চলতে পারেন। তার জন্য যেটা করা দরকার আমরা সেটা ইতোমধ্যে করেছি।

বিচারকদের নিরাপত্তাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দিকও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বিচারকদের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করার প্রয়োজন উল্লেখ করে বিচারক নিয়োগের সাথে সাথে আরও বেশি প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন আছে বলে জানান।

তিনি বলেন, আমাদের যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কাজেই সেই আনুপাতিক হারে এই দিকটার দিকে দৃষ্টি দেয়া দরকার।

এছাড়া প্রধানমন্ত্রী বলেন, আমি আরেকটি অনুরোধ করবো, আমাদের মামলার রায়গুলি কিন্তু ইংরেজিতে দেওয়া হয়। ফলে অনেক সময় আমাদের দেশে এখন হয়তো একটু লেখাপড়ার সংখ্যা বাড়ছে। তারপরও অনেকে সেই রায়টা বুঝতে পারে না। তিনি তার সহায়ক যে থাকেন তিনি যা বুঝান তাই বুঝতে বাধ্য হয়। রায় যদি কেউ বাংলায় না লিখতে পারেন, তাতে আপত্তি নাই কিন্তু সাথে সাথে সেটা বাংলায় ট্রান্সলেশন করে এটা যেন প্রচার হয় সে ব্যবস্থাটা করে দিতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা