সূত্র মতে, বেইপজা শাশা ডেনিমসেক ১৬০২১.৬৫ বর্গমিটারের ৮টি প্লট ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়াতে বরাদ্দ করবে। লিজ চুক্তি অনুযায়ী, এই প্লটগুলো বরাদ্দের জন্য বেইপজা এবং শাশা ডেনিমসের মধ্যে আজ বৃহস্পতিবার একটি চুক্তি সই হয়।
বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমসের সাথে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থরিটি (বেইপজা) একটি লিজ চুক্তি সম্পন্ন করেছে। আজ বৃহস্পতিবার ৫ নভেম্বর শাশা ডেনিমস ও বেইপজার মধ্যে চুক্তি সম্পন্ন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বেইপজা শাশা ডেনিমসেক ১৬০২১.৬৫ বর্গমিটারের ৮টি প্লট ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়াতে বরাদ্দ করবে। লিজ চুক্তি অনুযায়ী, এই প্লটগুলো বরাদ্দের জন্য বেইপজা এবং শাশা ডেনিমসের মধ্যে আজ বৃহস্পতিবার একটি চুক্তি সই হয়।
সূত্র মতে, বেইপজা শাশা ডেনিমসেক ১৬০২১.৬৫ বর্গমিটারের ৮টি প্লট ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়াতে বরাদ্দ করবে। লিজ চুক্তি অনুযায়ী, এই প্লটগুলো বরাদ্দের জন্য বেইপজা এবং শাশা ডেনিমসের মধ্যে আজ বৃহস্পতিবার একটি চুক্তি সই হয়।
আর্কাইভ থেকে