মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এ ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৯৪ হাজার ৬৩১ জন শিক্ষার্থী। যার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন ১৯ হাজার ৭৭৩ জন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মূলকেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৩৫২ জন। এছাড়াও জবি কেন্দ্রের আরও তিন উপকেন্দ্রে পরীক্ষা দেবেন ৭ হাজার ৪২১ জন।
এর মধ্যে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসন বিন্যাস করা হয়েছে ২ হাজার ৭২১ জনের। রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৩ হাজার ২০০ জন ও মতিঝিল উচ্চ বালিকা বিদ্যালয়ে ১ হাজার ৫০০ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছে।
শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এমআই