রাজধানীর কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি

রাজধানীর কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি

টানা তাপপ্রবাহের পর রাজধানীতে ঝরেছে বৃষ্টি। পুরো রাজধানীজুড়ে না হলেও ঢাকার কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।


বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা থেকে রাজধানীর আকাশে মেঘ ছিল। রাত ৯টার দিকে সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায় সাহেব বাজার, শনিরআখড়া, রায়েরবাগসহ কয়েকটি এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া যায়। অন্যান্য এলাকায় বৃষ্টি না হলেও আকাশে মেঘ ছিল। এ সময় এলাকাগুলো শীতল বাতাসও বয়ে যায়।


টানা তাপদাহের পর বৃষ্টি হওয়ায় স্বস্তি মিলেছে এলাকাগুলোর জনজীবনে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বৃষ্টি হয়েছে বলে স্ট্যাটাস পোস্ট করেছেন। অনেকে আবার বৃষ্টির ছবিও পোস্ট করেছেন।


বৃষ্টির আগে আবওহাওয়াবিদ ওমর ফারুকের সঙ্গে কথা বলে বাংলানিউজ। সে সময় তিনি বলেন, ঢাকায় এখনই তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ৫ মে থেকে রাজধানীকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এর আগে রাজধানীর ঢাকার কয়েকটি স্থানে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হয়। রাতে বৃষ্টি হওয়ায় সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করছেন অনেকেই।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা