জামালের সঙ্গে কলকাতা মোহামেডানের এ চুক্তি ত্রিপক্ষীয়। অন্য পক্ষটি সাইফ স্পোর্টিং ক্লাব। চুক্তি অনুযায়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ৫ মাস খেলবেন কলকাতার এতিহ্যবাহী দলটিতে। ২১ এপ্রিলে ঢাকার সাইফ স্পোর্টিংয়ে আবার যোগ দেবেন জামাল। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের পর তিনি নিজেই জানালেন এই তথ্য।
নব্বই দশকের পর এই প্রথম বাংলাদেশের কোনো ফুটবলার ভিন দেশের লিগে খেলতে যাচ্ছেন। যেন একটা বন্ধ দুয়ারই খুলে ফেলছেন জামাল। কে জানে, জামালের মতো হয়তো আরও অনেকেই বিদেশি লিগে খেলার সুযোগ পেতে পারেন। আগামী ১৩ ও ১৭ নভেম্বর ঢাকায় নেপালের সঙ্গে জাতীয় দলের দুটি ফিফা প্রীতি ম্যাচের পর তিনি কলকাতার যাবেন বলে আজ জানিয়েছেন।
কিন্ত সাইফ স্পোর্টি! ছেড়ে কেন ৫ মাসের জন্য ভিন্ন একটা চ্যালেঞ্জ নিচ্ছেন? এই প্রশ্নে ডেনমার্কে জন্ম নেওয়া এই ফুটবলার বলেন, কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিস আকরাম ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন ছিল, কলকাতা মোহামেডান কী চ্যাম্পিয়ন দল গড়বে? নাকি মাঝারি বা নিচু সারির? তিনি বলেন, '' আমরা ভালো খেলোয়াড় নিয়ে দল গড়ব। আই লিগে চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলতে চাই''। তখন আমি বলি, ঠিক আছে, আমি খেলব। তবে মাঝারি বা নিচু সারির দল হলে খেলব না।''
কলকাতা মোহামেডানের ঐতিহ্যও জামালকে টেনেছে বলে জানালেন, ‘কলকাতা মোহামেডান একটি ঐতিহ্যবাহী দল। তাদের অনেক সমর্থক আছে। আমি ক্লাবটির কাছে অনেক প্রত্যাশা করি। সর্বোচ্চ সুযোগ সুবিধা, ভালো মাঠ চাই। তারা আমাকে বলেছে, সর্বোচ্চ সমর্থনই দেবে দলকে। এসব ভেবে চিন্তেই আমি তাদের হ্যাঁ বলেছি।
অর্থসংবাদ/ এমএস