ইবিতে ‘প্লান্ট সাইন্স’ বিষয়ক সেমিনার

ইবিতে ‘প্লান্ট সাইন্স’ বিষয়ক সেমিনার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘প্লান্ট সাইন্স’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মে) বেলা ১১টার দিকে জীববিজ্ঞান অনুষদের আয়োজনে আইসিটি সেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

ইবির জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভুঁইয়া ও সম্মানিত অতিথি হিসেবে তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. মেহমেত হাক্কি আলমা উপস্থিত ছিলেন।

ইবি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মাদ আবু হেনা মোস্তফা জামালের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে ইগদির বিশ্ববিদ্যালয়ের সাইন্স এন্ড আর্ট অনুষদের ডীন অধ্যাপক ড. ইব্রাহিম দেমিরতাস উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশরাফী, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দীন মিঝি, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দীন আযহারী ও অধ্যাপক ড. আতিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সেমিনারে ক্যান্সার কোষের বংশবিস্তার প্রতিরোধক প্রপোলিজের উপর সুবিস্তারিত আলোচনা করেন সেমিনারের প্রধান বক্তা ড. দেমিরতাস।

ইগদির বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. মেহমেত হাক্কি আলমা অতিথির বক্তব্যে ইবি ও ইগদীর বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা ও শিক্ষা বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের প্রত্যাশা ব্যক্ত করেন। এ বিষয়ে তিনি সকল সহযোগিতার কথা জানান।

উল্লেখ্য, দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে শিক্ষা ও গবেষণার লক্ষ্যে ইরাসমাস স্কলারশিপ প্রজেক্টের অধীনে স্মারক স্বাক্ষরের সম্মতি জানান অতিথিরা।

এমআই/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি