প্রি বুকিং শুরু, ভিভোর নতুন স্মার্টফোন ভি ২০এসই

প্রি বুকিং শুরু, ভিভোর নতুন স্মার্টফোন ভি ২০এসই
বাংলাদেশে যাত্রা শুরু করেছে ‘ভিভো ভি ২০ এসই’। এটি ভিভোর ভি ২০ সিরিজের নতুন ফোন। ‘ভিভো ভি ২০ এসই’ ভিভোর নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন।

বৃহস্পতিবার থেকে ‘ভিভো ভি ২০ এসই’ প্রি বুকিং শুরু হয়েছে। নতুন এ স্মার্টফোনের দাম ধরা হয়েছে ২৬,৯৯০ টাকা। ভিভোর নতুন এই ফোনটি ম্যাজিক্যাল স্লিক ডিজাইনের। ‘ভিভো ভি ২০ এসই’ ৭.৮৩এমএম থ্রিডি স্লিম বডির যা ওজনে বেশ কম।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর এবং মাল্টি টার্বো সমর্থিত ‘ভিভো ভি ২০ এসই’ তে পাওয়া যাবে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম সহ যা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এতে রয়েছে ৬.৪৪ ইঞ্চি ১০৮০পি এমোলেড হ্যালো ফুলভিউ ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি।

‘ভিভো ভি২০ এসই’-তে রয়েছে সুপার নাইট, অরা স্ক্রিণ লাইট ও প্রফেশনাল পোর্ট্রেটসুবিধাসহ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বহুমুখী ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে ৩ টি এআই রিয়ার ক্যামেরা। ক্যামেরাগুলো হলো ৪৮মেগাপিক্সেলের সুপার নাইট মোডসহ মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা। ৩৩ ওয়াট ফ্ল্যাশচার্জিং প্রযুক্তির সুবিধাসহ ভিভো ভি২০ এসই-তে রয়েছে ৪১০০ এমএএইচ ব্যাটারি।

দেশে ‘ভিভো ভি২০ এসই’ পাওয়া যাবে গ্র্যাভিটি ব্ল্যাক এবং অক্সিজেন ব্লু রঙে।

অর্থসংবাদ/এসআর

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো