সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা শাহনাজ সুলতানা তার বোন নাসিম হকের (সাধারণ বিনিয়োগকারী) বিও হিসাবে ১৫ লাখ ৫ হাজার ৬৮১টি শেয়ার হস্তান্তর করেছেন। পূর্বঘোষিত সময় অনুযায়ী, গত ৩০ এপ্রিল ডিএসইর ট্রেডিং সিস্টেমসের বাইরে উপহার হিসেবে ঘোষিত শেয়ার হস্তান্তর করেন তিনি।
ডিএসইতে ২০০০ সালে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার বর্তমানে ‘বি’ ক্যাটাগরি অবস্থান করছে। গত মার্চ শেষে কোম্পানিটির উদ্যোক্তাদের হাতে মোট শেয়ার ছিলো ৩৬ দশমিক ৭৪ শতাংশ।
অর্থসংবাদ/এমআই