এদিকে পুনরায় সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার এস এম রাশেদুল ইসলাম। সংগঠনের মোট ২৩৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২১৬ জন। তবে একটি ভোট বাতিল হয়েছে।
শুক্রবার (০৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব ভবনে ভোটগ্রহণ হয়। এর আগে দ্বিবার্ষিক সভা ও ২০২০-২১ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম এ ফলাফল ঘোষণা করেন। সহ-সভাপতি পদে শফিকুল আলম এবং অর্থ-সম্পাদক পদে রেজাউল হক কৌশিক বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান আরিফ পেয়েছেন ৬৪ ভোট।
অন্যদিকে ১৫০ ভোট পেয়ে সিরাজুল ইসলাম কাদির, ১২৫ ভোট পেয়ে সৈয়দ শাহনেওয়াজ করিম, ১১৭ ভোট পেয়ে আজিজুর রহমান রিপন ও ১১৬ ভোট পেয়ে রহিম শেখ কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।