পাকিস্তানি ফিল্ডার কিশোর কুমারের গান শুনতে চায় শেবাগের কাছে

পাকিস্তানি ফিল্ডার কিশোর কুমারের গান শুনতে চায় শেবাগের কাছে
জীবনকে উপভোগ করার মন্ত্রে দীক্ষিত এক ব্যক্তিত্ব শেবাগ। তিনি খেলার উত্তেজনাকর মুহূর্তেও এক-দুই লাইনের কৌতুক বলে সবাইকে হাসাতে পারেন।

শুধু তাই নয়, ব্যাটিং করার সময় গুনগুন করে গান গাওয়া ছিল তার নিত্য অভ্যাস। একবার তো এমন হয়েছে যে, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের এক ফিল্ডার তার গুনগুন কর শুনে কিশোর কুমারের একটি গান শোনানোর আবদারই করে বসেছিলেন।

ক্রিকবাজের সঙ্গে এক লাইড আড্ডায় সে ঘটনার কথা তুলে ধরেছেন শেবাগ। তিনি জানিয়েছেন, ব্যাটিং করার সময় ‘চালা যাতা হুঁ’ নামক গানটি নিয়মিতই নিজের মনে গাইতেন। এছাড়া চাপের মুখে অথবা ফুরফুরে মেজাজে গানের ধরনও বদলে যেত। এমন গান গাওয়া ব্যাটিংয়ের সময় স্বাভাবিক থাকতে সাহায্য করত।

শেবাগ বলেছেন, ‘ব্যাটিং করার সময় আমি অনেক গান গাইতাম। তবে আমার সবচেয়ে পছন্দের গান ছিল, চালা যাতা হুঁ কিসি ক্যা ধুন ম্যা, ধাড়কে দিল কে, তাড়ানে লিয়ে। কারণ এ গানটা আমি যেকোনো সময় গাইতে পারতাম। আমার মুড বা আশপাশের পরিস্থিতি যেমনই থাক, এই গান আমার মন ভালো করে দিত।’

তিনি আরও যোগ করেন, ‘মাঝেমধ্যে যখন আমি খুব রান করতে থাকতাম, তখন চিটিয়া কালাইয়্যা গান গাইতাম। আবার যখন রান করতে পারতাম না, তখন ভগবানের ভজনও (ধর্মীয় সঙ্গীতবিশেষ) গাওয়া শুরু করতাম (হাসি)।’

এসময় পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইয়াসির হামিদের সঙ্গে হওয়া মজার ঘটনাটিও শোনান শেবাগ। ব্যাঙ্গালুরু টেস্টে শেবাগ করেছিলেন ২৬২ বলে ২০১ রান। ঐ ইনিংসে ১৫০ রান পার করার পর শর্ট লেগে দাঁড়ানো ইয়াসির হামিদ শুনতে পান যে, আপন মনে গান গেয়ে চলেছেন শেবাগ।

তাই ওভারের বিরতিতে শেবাগের কাছে গিয়ে বিখ্যাত সংগীতকার কিশোর কুমারের গান শোনানোর আবদার করেন ইয়াসির। শেবাগের ভাষায়, ‘আমি যখন খেলতাম, তখন কেউ আসরে বুঝত না যে আমি গান গাচ্ছি। কিন্তু একবার ভারত-পাকিস্তান সিরিজের সময় ব্যাপারটা ঘটে যায়।’

‘ব্যাঙ্গালুরুতে আমি ১৫০ রানে ব্যাট করছিলাম। ইয়াসির হামিদ শর্ট লেগে দাঁড়ান ছিল। সে আমাকে জিজ্ঞেস করে, ভিরু ভাই, আপনি ব্যাটিংয়ের সময়েও গান গান? আমি বললাম, হ্যাঁ অবশ্যই! তখন সে আমাকে কিশোর কুমারে একটি গান গাইতে বলে। যার মানে আমি ব্যাটিংয়ের পাশাপাশি গান গেয়েও তাদের বিনোদন দিতাম।’

অর্থসংবাদ/এসআর

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে