আজ মঙ্গলবার (১৪ মে) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুকে এক ভিডিও ক্লিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিচ্ছেন।
এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন। এ সময় ডোনাল্ড লু ও রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট।’
এর আগে দুই দিনের সফরে মঙ্গলবার দুপুরে ঢাকায় আসেন ডোনাল্ড লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।
এমআই