অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে বাংলাদেশ

অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে বাংলাদেশ
বাংলাদেশ অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে আছে বলে মনে করেন দেশের ৭১ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকেরা। এই অর্থনৈতিক পুনরুদ্ধার কেমন হবে, তা-ও ভেবেছেন ব্যবসায়ীরা। ৪১ শতাংশ ব্যবসায়ী মনে করেন, অর্থনৈতিক পুনরুদ্ধার মাঝারি মানের। আর ২৬ শতাংশ ব্যবসায়ীর ধারণা, পুনরুদ্ধার প্রক্রিয়া দুর্বল। মাত্র ৪ শতাংশ ব্যবসায়ীর মতে, শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার হচ্ছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) ‘কোভিড-১৯ ও বাংলাদেশে ব্যবসায় আস্থা: অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে’ শীর্ষক এক জরিপে এই চিত্র উঠে এসেছে। গতকাল শনিবার এক ওয়েবিনারে জরিপের ফলাফল তুলে ধরেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় জুলাই-সেপ্টেম্বর মাসে দেশের ২৭ জেলার ৫০২টি অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর জরিপটি করা হয়।

সানেমের নতুন জরিপে বলা হয়েছে, ছোট ব্যবসায়ীদের ৩৩ শতাংশ মনে করেন, এখনো তাঁদের ব্যবসা পুনরুদ্ধার শুরু হয়নি। বড়দের মাত্র ২২ শতাংশ এমনটা মনে করছেন। আর মাঝারি ব্যবসায়ীদের ৩০ শতাংশ জানিয়েছেন, তাঁদের পুনরুদ্ধার হচ্ছে না।

জরিপে অংশ নেওয়া ১৩টি খাতের ব্যবসায়ীদের মধ্যে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মাত্র তিন খাতে আস্থার মাত্রা ৫০ পয়েন্ট পেরিয়েছে। এগুলো হলো ওষুধ, তথ্যপ্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠান।

তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, খুচরা ব্যবসা, রেস্তোরাঁ, তথ্যপ্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দ্রুতগতিতে পুনরুদ্ধার হচ্ছে। আর চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, পাইকারি ব্যবসা, পরিবহন ও আবাসিক খাতের পুনরুদ্ধার তুলনামূলক ধীরগতির।

সানেম মনে করে, করোনা সংকট মোকাবিলা করে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি কার্যকর প্রণোদনা প্যাকেজ দরকার।

সানেম বলছে, গত এপ্রিল-জুনের তুলনায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যবসায়ীদের মধ্যে আস্থা বেড়েছে। কিন্তু কোভিড-১৯ আসার আগে যে ধরনের আস্থা ছিল, সেটা এখনো ফেরেনি। গত এপ্রিল-জুন প্রান্তিকে ব্যবসায়ীদের আস্থার মাত্রা ছিল ২৯ দশমিক ৪৮ পয়েন্ট, যা জুলাই-সেপ্টেম্বরে বেড়ে প্রায় ৪৮ পয়েন্টে উঠেছে। আর চলতি অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক শেষে আস্থার মাত্রা আরও বেড়ে দাঁড়াবে ৫৫ শতাংশের মতো। আস্থার মাত্রা ৫০ পয়েন্ট পেরোলেই তা ভালো বলে ধরে নেওয়া হয়।

জরিপে অংশ নেওয়া ১৩টি খাতের ব্যবসায়ীদের মধ্যে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মাত্র তিন খাতে আস্থার মাত্রা ৫০ পয়েন্ট পেরিয়েছে। এগুলো হলো ওষুধ, তথ্যপ্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠান। আস্থার মাত্রা ৫০ শতাংশের নিচে রয়েছে—তৈরি পোশাক, বস্ত্র, চামড়া, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, হালকা প্রকৌশল, পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা, রেস্তোরাঁ, পরিবহন ও আবাসন ব্যবসা।

করোনায় ছোট ব্যবসায়ীরা নিজেদের টিকিয়ে রাখতে পারছেন না। বড় প্রতিষ্ঠানের ঋণ প্রক্রিয়া সম্পন্ন করে দেন হিসাববিদেরা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পমালিকদের অনেকে আবেদন প্রক্রিয়াও জানেন না।

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘ব্যবসায় আস্থা আনতে এই খাতে সংস্কার জরুরি। আমরা সবাই জানি কোথায় সংস্কার করতে হবে। দীর্ঘদিন এসব খাতে সংস্কার হয়নি।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ