হাছান মাহমুদ বলেন, মিয়ানমারও আন্তর্জাতিক সমালোচনা থেকে মুক্ত হতে প্রত্যাবাসন শুরু করতে আগ্রহী। কিন্তু যেখানে ওদের নিরাপত্তাকর্মীই আমাদের দেশে পালিয়ে আসছে সেখানে রোহিঙ্গাদের ফেরত পাঠাব কিভাবে?
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আমরা কূটনৈতিক ভাবে চেষ্টা করছি। আন্তর্জাতিক আদালতে গিয়েছি। আশা করছি মামলা রায় আমাদের পক্ষে আসবে। মিয়ানমারের উপর প্রভাব আছে এমন দেশগুলোর সাথে কথা বলছি। এখানে ভারত ও চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সাথে কাজ চলমান আছে।
কিরগিজস্তানের ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নিন্দা জানিয়েছি। দূতাবাস না থাকায় উজবেকিস্তানের রাষ্ট্রদূত বিষয়টা দেখছেন। তবে কোনো শিক্ষার্থী সিভিয়ার ইনজুরড হয়নি। তারা আমাদের জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
এমআই