নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুলের মরদেহের সন্ধান কলকাতায়

নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুলের মরদেহের সন্ধান কলকাতায়
নিখোঁজ বাংলাদেশী সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ ভারতের কলকাতার নিউটাউন থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রে এ খবর পাওয়া গেছে। আনোয়ারুল আজীমের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফও এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আনোয়ারুল আজিম ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য। চিকিৎসার জন্য তিনি গত ১২ মে পশ্চিমবঙ্গে যান। পরদিন চিকিৎসকের কাছে গিয়ে আর ফেরেননি জানিয়ে গত শনিবার (১৮ মে) কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন গোপাল বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তি।

এদিকে এ নিখোঁজের ঘটনায় গত রোববার (১৯ মে) রাতে কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন তার ভাই এনামুল হক ইমান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, গত ১৬ মে সকালের দিকে এমপি আনারের অবস্থান ছিল বিহারের মোজাফফরাবাদ। সেখান থেকে পিএস রউফ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ফোনে কল করা হয়। তবে ওই ফোন কল প্রকৃত পক্ষে এমপি আনার করেছিলেন কি না তা নিয়ে নতুন করে ধূম্রজাল ছিল।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা