ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মুন্সীগঞ্জের এপিআই পার্কে ভ্যালিডেশন ব্যাচকে ঔষধ উৎপাদনের অনুমতি দিয়েছে একমি ল্যাবরেটরিজ। এর আগে নানান জটিলতায় এপিআই পার্কে কারখানা স্থাপন করেও কোম্পানিগুলো উৎপাদন শুরু করতে পারেনি।
এমআই
আর্কাইভ থেকে