দ্য হায়ার এডুকেশন রিভিও ম্যাগাজিন অনুসারে বিশেষজ্ঞদের একটি প্যানেল পর্যালোচনা এবং যাচাই-বাছাই করে দেখেছে যে শীর্ষ তালিকায় থাকা এ বিশ্ববিদ্যালয়গুলো ব্যতিক্রমধর্মী শিক্ষা, অসাধারণ অবকাঠামো, শিক্ষার্থী সহায়ক পাঠদান এবং চাকরির সুযোগ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এসব দিক বিবেচনায় বিশ্বের ১০টি প্রতিষ্ঠানকে শীর্ষ তালিকায় অন্তর্ভুক্ত করেছে ম্যাগাজিনটি।
প্রতিবেদনে আরো বলা হয়, আধুনিক বিশ্বে সাফল্য পেতে হলে শুধু তাত্ত্বিক জ্ঞানার্জন থেকে বের হয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষ করে গড়ে তুলতে উচ্চশিক্ষায় অবদান রাখছে এই বিশ্ববিদ্যালয়গুলো।
এ তালিকায় বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো কার্ডিফ ইউনিভার্সিটি (ওয়েলস), কলম্বিয়া ইউনিভার্সিটি (ইউএসএ), কিংস কলেজ লন্ডন (ইংল্যান্ড), নান্যাং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় (সিঙ্গাপুর), স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র), ইউনিভার্সিটি অব আমস্টারডাম (নেদারল্যান্ডস), ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া (যুক্তরাষ্ট্র), ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র) ও আমেরিকান ইউনিভার্সিটি অব সেন্ট্রাল এশিয়া (কিরগিজস্তান)।—বিজ্ঞপ্তি