মেট্রোরেল চলাচল বন্ধ, চলবে না আজ

মেট্রোরেল চলাচল বন্ধ, চলবে না আজ
মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর সিগন্যালিং সিস্টেম ফেল করায় হঠাৎ করে চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার সন্ধ্যার পর মেট্রোরেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে একটি ট্রেন সচিবালয় স্টেশনে আটকা পড়েছে। এছাড়া বেশ কয়েকটি ট্রেন কাছাকাছি স্টেশনে আটকে আছে। ফলে বহু যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা গেছে।

এদিকে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ করে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

জানা যায়, মেট্রোরেল কর্তৃপক্ষের ঘোষণার পর রাজধানীর কারওয়ান বাজার স্টেশন থেকে কয়েকশ যাত্রী নিচে নেমে আসেন। এসময় এক যাত্রী বলেন, উত্তরা উত্তর স্টেশনে যেতে সন্ধ্যা সাতটায় কারওয়ান বাজার স্টেশনে উঠেছিলেন। কিন্তু ট্রেন না ছাড়ায় চলে যাচ্ছে। তবে তাঁর একক যাত্রার টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।

সন্ধ্যা সাড়ে সাতটার সময় ঘোষণা দেওয়া হয়, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল আর চলবে না।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা