কর্ণফুলী টানেল প্রকল্পের টোল ম্যানেজার বেলায়েত হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের কারণে টানেলে রোববার সন্ধ্যা ৬টা থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস দেখে আজ সোমবার দুপুর ১২টায় খুলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উদ্বোধন হওয়ার পর এবারই প্রথম বিরূপ আবহাওয়ার কারণে টানেল দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ১৮ ঘণ্টা পর আবারও খুলে দেওয়া হয়।
গত বছরের ২৮ অক্টোবর পতেঙ্গা প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে টানেল প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এমআই