তামার দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে

তামার দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে

আন্তর্জাতিক বাজারে তামার দাম বেড়েছে। শীর্ষ ভোক্তা দেশ চীনে ঊর্ধ্বমুখী চাহিদার কারণে বিশ্বব্যাপী এ ধাতব পণ্যের দাম বেড়েছে।


লন্ডন মেটাল এক্সচেঞ্জে গতকাল তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১০ হাজার ৫৫৬ ডলার ৫০ সেন্টে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৭২৯ ডলার ৮১ সেন্টে (৮৫ হাজার ২০ ইউয়ান)।


নির্মাণ খাত সমৃদ্ধিতে সম্প্রতি বেশকিছু পদক্ষেপ নিয়েছে চীন। তাই এ খাতকে সমর্থনে দেশটিতে তামার চাহিদার সম্ভাবনা বেড়েছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তন রোধের অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে জোর দিচ্ছে বর্তমান বিশ্ব। ফলে এ খাতে অপরিহার্য ধাতু তামার চাহিদা লাফিয়ে বাড়ছে।


এছাড়া ধাতুটিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্বাস্থ্যের অন্যতম নির্দেশক হিসেবে ধরা হয়। বৈদ্যুতিক উপকরণ ও শিল্প খাতের যন্ত্রাংশ তৈরিতে ধাতুটির ব্যবহার ব্যাপক। বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির আভাসও তামার চাহিদা বৃদ্ধিতে বড় প্রভাব রাখছে।


লন্ডন মেটাল এক্সচেঞ্জে গতকাল অ্যালুমিনিয়ামের দামও আগের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৭৪০ ডলার। নিকেলের দাম দশমিক ২ শতাংশ বেড়ে ২০ হাজার ৫০০ ডলারে দাঁড়িয়েছে। দস্তার দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ১২৪ ডলার। টিনের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি টনের মূল্য ৩৩ হাজার ১৫০ ডলারে পৌঁছেছে। সিসার দাম দশমিক ৩ শতাংশ বেড়ে ২ হাজার ৩৩৭ ডলার হয়েছে।


অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি টনের মূল্য ২১ হাজার ৩৭৫ ইউয়ান হয়েছে। দস্তার দাম বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২৫ হাজার ২৩৫ ইউয়ানে। সিসার দাম দশমিক ৭ শতাংশ বেড়ে ১৮ হাজার ৯৪৫ ইউয়ান হয়েছে। টিনের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ২ লাখ ৮১ হাজার ৪৭০ ইউয়ানে পৌঁছেছে। অন্যদিকে এ বাজারে নিকেলের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি টনের মূল্য ১ লাখ ৫৪ হাজার ৭৩০ ইউয়ানে নেমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো