চালু হচ্ছে কক্সবাজার স্পেশাল ট্রেন

চালু হচ্ছে কক্সবাজার স্পেশাল ট্রেন

 সাময়িকভাবে বন্ধ হওয়া চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেনটি আগামী ১২ জুন থেকে আবারও বাণিজ্যিকভাবে চলাচল করবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী। শুক্রবার (৩১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।


সরদার সাহাদাত আলী বলেন, বেশ কিছুদিন ধরেই লোকো ড্রাইভার ও গার্ড স্বল্পতা এবং মিটারগেজ ইঞ্জিনের সংকট বিদ্যমান রয়েছে। কিছু ইঞ্জিন ট্র্যাকশন মোটরের সমস্যা দেখা দেওয়া ও দুর্ঘটনার কারণে নিয়মিত ট্রেন চালানো কষ্টসাধ্য হয়ে পড়ে। সামনে ঈদ। ইঞ্জিনগুলো একটু ভালোভাবে চেক করাও দরকার।


ডিজি আরও বলেন, গত ঈদুল ফিতর থেকে যাত্রী চাহিদা বিবেচনায় স্পেশাল ট্রেন হিসেবে চালানো হচ্ছিল। আবার আগামী ১২ জুন থেকে ঈদ স্পেশাল হিসেবে চালানোর পরিকল্পনা আছে। ঈদের সময় ট্রেন ঠিকভাবে চালানোর জন্য প্রস্তুতি নিতে সাময়িকভাবে বিশেষ ট্রেনটা বন্ধ রাখা হয়েছে। আমরা সমস্যা সমাধান করে, দ্রুতই চাহিদা বিবেচনায় ট্রেন চালানের চেষ্টা করব।


সেই সঙ্গে বাস্তবতার আলোকে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।


ঈদুল ফিতর উপলক্ষে গত ৮ এপ্রিল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি চালু করেছিল কর্তৃপক্ষ। যাত্রী চাহিদা ও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ট্রেনটি চালু রাখার সময়সীমা ৩০ মে পর্যন্ত বর্ধিত করা হয়।


এর আগে ট্রেনটি বন্ধের ঘোষণা দেয়া চিঠিতে বলা হয়, ইঞ্জিন ও কর্মী সংকটে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচলকারী একমাত্র ও বিশেষ ট্রেনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (৩০ মে) থেকে ট্রেন বন্ধ রাখতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ে (ডিআরএম) চিঠি দিয়েছে রেলওয়ের যান্ত্রিক বিভাগ। ফলে বুধবার (২৯ মে) শেষবারের মতো চলেছে ট্রেনটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা