সোমবার ( ৩ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরায় জিপি হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান দেশের শীর্ষ মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটির প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান।
তিনি বলেন, রাষ্ট্রপতিকে গ্রামীণফোন নয়, চিঠি পাঠিয়েছিল টেলিনর। যদিও টেলিনরেরও এ ধরনের চিঠি পাঠানো সমীচীন হয়নি বলে মনে করেন বিটিআরসির আইনজীবী।
গ্রামীণফোনের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় তিনি জানান, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি রিভিউ করলেও আদালত এখনও কোনও স্থগিতাদেশ দেননি। ফলে এ মাসের ২৪ তারিখের মধ্যেই ২ হাজার কোটি টাকা বিটিআরসিকে পরিশোধ করতে হবে গ্রামীণফোনকে।