সূত্র মতে, কোম্পানিগুলোর ৩৭ লাখ ৯২ হাজার ৭৪২টি শেয়ার ৩৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৯০ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার, দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৪৫ লাখ টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার।
এছাড়া ইউনাইটেড পাওয়ারের ৬ লাখ ৮৫ হাজার টাকার, এসএস স্টিলের ১০ লাখ ২১ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ১২ লাখ ৪ ০ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৬ লাখ ২২ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ৩০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬ লাখ ২৯ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১২ লাখ ৫৯ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৭ লাখ ১ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৯৬ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৬ হাজার টাকার, মুন্নু সিরামিকের ২৩ লাখ ৮৪ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৩৬ লাখ টাকার, মালেক স্পিনিংয়ের ৫ লাখ ৯৮ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৭ লাখ ৪৬ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১০ লাখ ৩ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৭ লাখ টাকার, ডিবিএইচের ২০ লাখ ৫২ হাজার টাকার এবং বেক্সিমকো ফার্মার ৩৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।