বাজেট অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য যারা

বাজেট অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য যারা

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বর্তমান সরকারের প্রথম বাজেট (২০২৪-২৫ অর্থবছর) অধিবেশন শুরু হয়েছে।


বুধবার (৫ জুন) বিকেল ৫ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।


অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিমণ্ডলীর সদস্য ঠিক হলেও বাজেট অধিবেশন কতদিন চলবে তার মেয়াদ ঠিক হয়নি। বৃহস্পতিবার বিকেল তিনটায় বাজেট উত্থাপন হবে। জাতীয় সংসদের গণসংযোগ শাখা-১ এ তথ্য নিশ্চিত করেন।


কার্য-উপদেষ্টা কমিটির সভার পর বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য পাঁচ সদস্যদের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়।


সদস্যরা হলেন- সংসদ সদস্য ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) এ বি তাজুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, শাহরিয়ার আলম, সালমা ইসলাম ও ফরিদা ইয়াসমিন। তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।


এরপর শোক-প্রস্তাব উত্থাপন ও দোয়া মোনাজাত হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা