বাজেট হেল্প ডেস্ক উদ্বোধন করলেন স্পিকার

বাজেট হেল্প ডেস্ক উদ্বোধন করলেন স্পিকার

বাজেট হেল্প ডেস্ক- ২০২৪ উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সরকারি আর্থিক ব্যবস্থাপনা (পিএফএম) সংস্কারের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এ হেল্প ডেস্ক করা হয়েছে।


বুধবার (৫ জুন) জাতীয় সংসদ ভবনে বাজেট হেল্প ডেস্ক উদ্বোধন করেন স্পিকার। ইউরোপীয় ইউনিয়নের কারিগরি সহায়তায় এ আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘বাজেট হেল্প ডেস্ক তথ্য-উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার উত্তর কার্যকরভাবে প্রদান করে থাকে। বাজেট বিষয়ে গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণে সংসদ সদস্যদের উদ্বুদ্ধ করতে এই হেল্প ডেস্ক অগ্রণী ভূমিকা পালন করবে।’


শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রথমবারের মতো যারা সংসদে নির্বাচিত হয়ে আসেন তাদের জন্য বাজেট হেল্প ডেস্ক অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে। সংসদ সদস্যদের সরব অংশগ্রহণের মাধ্যমে বাজেট হেল্প ডেস্কের কার্যকারিতা বৃদ্ধি পাবে।’


তিনি বলেন, ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্ট্যাডিজ (বিআইপিএস) ২০০১ সালে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে জাতীয় সংসদের কাজের পরিধি বেড়েছে। বিআইপিএসের মাধ্যমে বাজেটসহ সংসদ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদান করা হবে।’


এসময় ইউরোপীয় ইউনিয়নকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান স্পিকার।


উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ। স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের কাউন্সেলর মিখাল ক্রেজা এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মুখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বাজেট হেল্প ডেস্ক বিষয়ে সূচনা বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ সাইমুম সরওয়ার কমল, হুইপ নজরুল ইসলাম বাবু এবং হুইপ সানজিদা খানম।


বিশেষ অতিথির বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ও কাউন্সেলর মিখাল ক্রেজা বলেন, বাজেট হেল্প ডেস্কের মাধ্যমে সংসদ সদস্যরা বাজেট প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পেতে পারেন। গত বছরের মতো এবছরও বাজেট হেল্প ডেস্ক সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


অনুষ্ঠানে অংশ নেন অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান, সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. সাদিক, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মহিবুর রহমান মানিক, লতিফ সিদ্দিকী প্রমুখ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা