এমপিদের গাড়ি আমদানিতে ৪০ শতাংশ করারোপ

এমপিদের গাড়ি আমদানিতে ৪০ শতাংশ করারোপ
টানা ৩৬ বছর ধরে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা রয়েছে। তবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তা বাতিল হতে যাচ্ছে। আগামী বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক এবং ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট ) দিতে হবে বলে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

তিনি তার বাজেট বক্তৃতায় বলেন, আমরা সবাইকে কর দিতে এবং কর ফাঁকি দেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করছি।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিরা যদি এই সুযোগ নেয়া বন্ধ করে এবং সবাইকে কর ফাঁকি দেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করে তাহলে সেটি একটি বড় উদাহরণ হবে।

সংসদ সদস্য (বেতন ও ভাতা) আদেশ, ১৯৭৩ এ প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীকে অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

১৯৮৮ সালের ২৪ মে এক প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সরকার সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে সব ধরনের শুল্ক ও কর প্রদানে অব্যাহতি সুবিধা দিয়েছিল। এটি এখনও বহাল আছে।

এ সুবিধায় ২০০৯ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সংসদ সদস্যরা গত ১৫ বছরে মোট ৫৭২টি গাড়ি আমদানি করেছেন। এসব গাড়ির মূল্য ছিল প্রায় ৩৯৭ কোটি টাকা। শুল্কমুক্ত আমদানি সুবিধা নিয়ে ৫ হাজার ১৪৭ কোটি টাকা শুল্ক মওকুফ পেয়েছেন তারা।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা