রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালনার ব্যয় বেড়েছে

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালনার ব্যয় বেড়েছে

আগামী ২০২৪-২৫ অর্থবছরে চলতি অর্থবছরের তুলনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালন ব্যয় বেড়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ে এ ব্যয় বেড়েছে ৪ কোটি


২০২৪-২৫ অর্থবছরের বাজেটের ঋণ ও অগ্রিম, অভ্যন্তরীণ ও বৈদেশিক দেনা পরিশোধ, খাদ্য হিসাব এবং সমন্বয় ব্যয় বাদ দিয়ে খাতভিত্তিক পরিচালন ব্যয় পর্যালোচনা করে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রপতির কার্যালয়ে মোট পরিচালন ব্যয় ধরা হয়েছে, ৩৪ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩০ কোটি টাকা।


একইভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালন ব্যয় ধরা হয়েছে ৯৯৪ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৯৩৯ কোটি টাকা।


শুধু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় না, পরিচালন ব্যয় বেড়েছে জাতীয় সংসদ ও মন্ত্রীপরিষদ বিভাগেরও। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সংসদের পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩৪৫ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩২৩ কোটি টাকা।


একইভাবে মন্ত্রীপরিষদ বিভাগের পরিচালন ব্যয় ধরা হয়েহচে ১০৫ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৯২ কোটি টাকা।


এর আগে বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেন।


'সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার' শীর্ষক এই বাজেটের আকার দেশের ইতিহাসে সবচেয়ে বড়। এবার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে। যা আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকা বেশি।


এটি দেশের ৫৩তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। আগামী ৩০ জুন এ বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা