রেকর্ড গড়ে ভারতের পুঁজিবাজারে সূচক ছাড়ালো ৭৭ হাজার পয়েন্ট

রেকর্ড গড়ে ভারতের পুঁজিবাজারে সূচক ছাড়ালো ৭৭ হাজার পয়েন্ট

জাতীয় নির্বাচনী অনিশ্চয়তা কাটিয়ে আবারও ঘোড়ার বেগে ছুটতে শুরু করেছে ভারতের পুঁজিবাজার। এরই যেন প্রমাণ দিতে বোম্বে স্টক এক্সচেঞ্জের মূল সূচক এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স ছাড়ালো ৭৭ হাজার পয়েন্ট। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক এনএসই নিফটি ৫০ ছুয়েছে ২৩ হাজার ৩৯১ পয়েন্ট।


খবর বিজনেস স্ট্যান্ডার্ড, টাইমস অফ ইন্ডিয়া, ইনভেস্টিং ডট কম।


ভারতীয় পুঁজিবাজারের সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১০ জুন) লেনদেন শুরুর কয়েক মিনিটের মাঝেই ভারতীয় সময় সকাল ৯ টা ১৮ মিনিটে ৩২১ পয়েন্ট বা ০ দশমিক ৪২ শতাংশ উত্থানের পর বিএসই সেনসেক্সের অবস্থান ছিলো ৭৭ হাজার ১৪ পয়েন্টে। একই সময়ে ১০১ পয়েন্ট বা ০ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধির পর এনএসই নিফটির অবস্থান ছিলো ২৩ হাজার ৩৯১ পয়েন্টে।


নির্বাচন সংক্রান্ত অস্থিরতার মাঝেও গেল সপ্তাহেও রেকর্ড গড়েছিলো ভারতের পুঁজিবাজার। বুথফেরত জরিপের বিভিন্ন পূর্বাভাসে তুমুল চাঙ্গা হয়ে উঠে দেশটির বাজার। নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবসে (৩ জুন) ভারতের দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচকের নতুন রেকর্ড গড়ে। প্রথমবারের মতো বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স ছাড়ায় ৭৬ হাজার পয়েন্ট।


দেশটির বাজার বিশ্লেষকরা আশা করছেন যে এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে।


দেশটিতে সাত দফার লোকসভা নির্বাচন শুরু হয় গত ১৯ এপ্রিল, যা শেষ হয় শনিবার (০১ জুন)। ভোট গণনা শেষে ফলাফল আসে ০৪ জুন। তবে ভোট গণনার একদিন আগেই ভারতের পুঁজিবাজার চমক দেখায়। এদিন ৭৬ হাজার ৪৬৮ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠে সেনসেক্স।


ফলাফলের দিন ০৪ জুন নির্বাচনী সর্বশেষ ফলাফল আসতে থাকলে ক্ষমতাসীন বিজেপির জয় অনেকটাই অনিশ্চিত হয়ে পরে। বিজেপির জোট এনডিএ উল্লেখযোগ্য কিছু আসন হারালে বিনিয়োগকারীদের মাঝে দেখা দেয় সংশয়। আর এর ফলেই বড় পতনের মুখে পরে ভারতের পুঁজিবাজার।


তবে নির্বাচনের ধাক্কা কাটিয়ে ০৫ জুন থেকেই সূচকের ব্যাপক উত্থান নিয়ে আবারও নিজ ধারায় ফিরেছে ভারতের দুই পুঁজিবাজার বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। আর এরই ধারাবাহিকতায় আজ নতুন আরেকটি রেকর্ড গড়লো ভারতীয় পুঁজিবাজার।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন