জুনে বাংলাদেশ সফরে আসছেন নরেন্দ্র মোদী!

জুনে বাংলাদেশ সফরে আসছেন নরেন্দ্র মোদী!
সম্প্রতি ভারতে অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। গত রোববার তিনি পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের টানা চারবারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। পরে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নিকট ভবিষ্যতে বাংলাদেশের সফরের পরিকল্পনা করছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, ভারতের ‘নেইবরহুড ফার্স্ট’ নীতি অনুযায়ী এবং দক্ষিণ এশিয়ায় অগ্রগণ্য অবস্থান ধরে রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন।

জুনের শেষে কিংবা জুলাইয়ের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নির্ধারিত ছিল। তিনি গত রোববার ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দেন। তার আমন্ত্রণের পর মোদীর ঢাকা সফরের পরিকল্পনা চলছে বলে জানতে পেরেছে ইকোনমিক টাইমস।

সম্ভাব্য সফরের তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন, জুনের শেষের দিকে মোদীর সম্ভাব্য ঢাকা সফর নিয়ে উভয় পক্ষের কর্মকর্তারা আলোচনা করছেন।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা