একইদিন বেসরকারি এক টিভি চ্যানেলেও সাক্ষাৎকার প্রকাশিত হয় সাকিবের। সেই সাক্ষাৎকারে তামিমকে নিয়ে বিতর্কিত কিছু মন্তব্য করেন সাবেক এই অধিনায়ক। সেখানে কোনো বার্তা দিতে চেয়েছিলেন কি না এমন প্রশ্নে তিনি মুখ খুলেছেন ওটিটি প্লাটফর্ম বঙ্গকে দেওয়া এক সাক্ষাৎকার।
ওই সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘না, আমি কাউকে কোনো বার্তা দেওয়ার জন্য সাক্ষাৎকার দেইনি। এটা অবশ্যই স্বতঃস্ফূর্ত ছিল। আমার কাছে মনে হয়েছিল যে, বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে সবকিছু পরিষ্কার করে যাওয়া ভালো। যাতে করে মানুষ জানে কী হয়েছে এবং কী কারণে এমন পরিস্থিতি তৈরি হলো।’
তামিমের সঙ্গে কখনও সম্পর্কটা ঠিক করতে চেয়েছিলেন কি না, এমন প্রশ্নে সাকিবের জবাব, ‘এখানে ঠিক-ভালোর কিছু নেই। আমরা যত দিন খেলেছি একসঙ্গে, ড্রেসিংরুম যত দিন ভাগ করেছি, দলের ক্ষতি হোক কিংবা ক্ষতি হবে, এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। যাদের যতটা অবদান রাখার প্রয়োজন ছিল তা কথা বলেই হোক, না বলেই হোক, কোনো জায়গাতেই এখানে কখনও সমস্যা ছিল না।’
এমআই