প্রাইভেট ইউনিভার্সিটির সভার জন্য ভাতা ঠিক করে দিল ইউজিসি

প্রাইভেট ইউনিভার্সিটির সভার জন্য ভাতা ঠিক করে দিল ইউজিসি
দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোয় সিন্ডিকেট সভার জন্য ন্যূনতম চার হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ভাতা নেওয়া যাবে। অর্থ কমিটির সভার জন্য সাড়ে তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ আট হাজার টাকা এবং শিক্ষা পরিষদ (একাডেমিক কাউন্সিল) ও নিয়োগ কমিটির সভার জন্য তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা নেওয়া যাবে।

দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অভিন্ন হারে এসব সভার ‘সিটিং অ্যালাউন্স’ নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সিদ্ধান্তটি ইউনিভার্সিটিগুলোর রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

বর্তমানে দেশে ১০৫টি প্রাইভেট ইউনিভার্সিটি আছে। এর মধ্যে ৯৬টির শিক্ষা কার্যক্রম চলছে। এগুলোর কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সিন্ডিকেট, অর্থ কমিটি, শিক্ষা পরিষদ ও নিয়োগ কমিটির সভার জন্য সদস্যরা বিভিন্ন হারে অনেক বেশি ভাতা আদায় করেন বলেন অভিযোগ আছে। মূলত, এ জন্যই এখন এসব ভাতা নির্ধারণ করে দিয়েছে ইউজিসি। বাইরে যাওয়া সদস্যরা প্রাপ্যতা অনুযায়ী প্রকৃত যাতায়াত ভাড়াও পাবেন।

ইউজিসির প্রাইভেট ইউনিভার্সিটি বিভাগের পরিচালক মো. ফখরুল ইসলামের সই করা ওই পত্রে এসব নির্দেশনা যথাযথভাবে মানতে অনুরোধ করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা