ছাগলকান্ডের সেই ইফাত মতিউর রহমানেরই ছেলে

ছাগলকান্ডের সেই ইফাত মতিউর রহমানেরই ছেলে

কোরবানি উপলক্ষে ১৫ লাখ টাকার ছাগল কেনার বায়না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচিত হওয়া যুবক মুশফিকুর রহমানের পরিচয় নিশ্চিত করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। একাধিক গণমাধ্যম তিনি জানিয়েছেন, ইফাত তার মামাতো বোনের সন্তান। আর মতিউর রহমানই তার বাবা।


নিজাম উদ্দিন আরও বলেন, ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি, রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন।


উল্লেখ, এবারের কোরবানী ঈদের আগে ১২ লাখ টাকায় একটি ছাগল কেনার জন্য বুকিং দিয়ে ব্যাপক আলোচনায় আসে ১৯ বছরের তরুণ মুশফিকুর রহমান ইফাত। বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর প্রেক্ষিতে ড. মতিউর রহমান একাধিক গণমাধ্যমের কাছে দাবি করেন, আলোচিত ইফাত তার সন্তান নয়। এই নামের কাউকে তিনি চেনেন না। এমনকি এই নামে তার কোনো আত্মীয়ও নেই।


তিনি দাবি করেন, তার দু’জন সন্তান রয়েছে, যাদের একজন ছেলে, অন্যজন মেয়ে। ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান আর মেয়ের নাম ফারহানা রহমান। থাকে কানাডায়। বিদেশে পড়াশোনা করে এসেছে।


ড. মতিউর শুধু ইফাতকে সন্তান হিসেবে অস্বীকার করেই থেমে যাননি; তিনি হুমকী দিয়েছেন, যারা ইফাতকে তার সন্তান হিসেবে পরিচয় দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন, তাদের বিরুদ্ধে তিনি আইনী ব্যবস্থা নেবেন। ড. মতিউরের এই দাবির প্রেক্ষিতে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে-ইফাতের পিতা তাহলে কে?


এরমধ্যে একাধিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় মতিউর রহমান দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী তারই সহপাঠি লায়লা কানিজ লাকী। পরে তিনি আরেকটি বিয়ে করেন, যিনি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মামাতো বোন। ইফাত এই স্ত্রীর সন্তান।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা