ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, ট্রেনে বিলম্ব

ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, ট্রেনে বিলম্ব

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে চাকুরীজীবীরা। যারা ট্রেনে ঢাকায় ফিরছেন, বিলম্ব যাত্রার ফলে তারা কিছুটা ভোগান্তি সঙ্গী করেই ফিরেছেন। আজ শনিবার (২২ জুন) সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।


বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখা গেছে, হাজারো যাত্রীতে পূর্ণ হয়ে প্ল্যাটফর্মে থামছে ট্রেনগুলো। যাত্রীদের কারো কোলে ছোট্ট শিশু, কারো হাতে ব্যাগ। এভাবেই ছুটছেন প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার পথে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফিরতি পথে ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড় ছিল। এছাড়া পথে পথে বিলম্ব করতে করতে ট্রেনগুলো মোট এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিলম্ব করেছে।


লালমনিরহাট থেকে রওনা হয়ে বুড়িমারী এক্সপ্রেস (৮১০) ট্রেন সকাল নয়টার সময় চার নম্বর প্ল্যাটফর্মে এসে থামে। অথচ ট্রেনটি ঢাকায় পৌঁছার কথা ছিল সকাল সাতটায়।


ঢাকা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন জায়গা থেকে ট্রেনগুলো দেরিতে আসায় ট্রেনগুলো ঢাকা স্টেশন থেকে দেরিতে ছেড়ে যায়। ঢাকা স্টেশন থেকে আলাদাভাবে বিলম্বে ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা