মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসীর সই করা অফিস আদেশে গত শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়। আগামীকাল ২৫ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতি দায়িত্ব হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি।
মোহসেনা বেগম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞানে পিএইচডি ও পোস্টডক্টরেট সম্পন্ন করেন। ১৯৯১ সালে ইনস্টিটিউটটিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। এরপর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এমআই