চমকপ্রদ খবর হচ্ছে বেঙ্গালুরুর এই প্রতিষ্ঠানটিরি বেতন বৃদ্ধি ও পদোন্নতির আওতায় রয়েছেন প্রতিষ্ঠানটির কম বেতন ও নিম্ন পদের কর্মীরা। বেশি বেতন ও উচ্চপদের কর্মী বা কর্মকর্তাদের বেতন বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে ইকোনমিকস টাইম।
উইপ্রো ভারতের চতুর্থ বৃহত্তম তথ্যপ্রযুক্তি রফতানিকারক কোম্পানি। তাদের কর্মীসংখ্যা প্রায় এক লাখ ৮৫ হাজার।
কোম্পানিটি সেপ্টেম্বরে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় নিট মুনাফা ৩ দশমিক ৪ শতাংশ কম হয়েছে। প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায় করোনার এ সময়ে (জুলাই, আগস্ট, সেপ্টেম্বর) এই তিন মাসে ২ হাজার ৪৬৬ কোটি রুপি লাভ হয়েছিল। কিন্তু আগের বছর একই সময়ে (জুলাই, আগস্ট, সেপ্টেম্বর) ছিল ২ হাজার ৫৫৩ কোটি রুপি।
অর্থসংবাদ/এসএ