শেয়ারবাজারকে বাঁচাতে সংসদে অর্থমন্ত্রীকে অনুরোধ

শেয়ারবাজারকে বাঁচাতে সংসদে অর্থমন্ত্রীকে অনুরোধ
দেশের অস্থিতিশীল শেয়ারবাজারকে বাঁচানোর জন্য জাতীয় সংসদে অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিন। তিনি বলেন, শেয়ারবাজার থেকে কিছু পরিচিত মুখ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এর মাধ্যমে বাজারটি খুবই সংকটাপন্ন অবস্থায় আছে। আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করবো দেশের শেয়ারবাজারের উন্নতি এগিয়ে আসার জন্য।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।

সোহরাব উদ্দিন বলেন, দেশের অর্থনীতির দর্পণ হচ্ছে শেয়ারবাজার। তবে আজকে এই বাজার খুবই সংকটাপন্ন। বাজারটিতে কিছু ব্যক্তি বিশেষ বিনিয়োগকারীর জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীরা টিকতে পারেনি। ওইসব ব্যক্তিবিশেষেরা প্রতারণার জন্য বাজারে আসে। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে। যারা শেয়ারবাজারকে ধ্বংস করে দিয়েছে।

স্বতন্ত্র এই সংসদ সদস্য অভিযোগ করে বলেন, শেয়ারবাজারকে ধংস করেছে যারা, তারা পরিচিত মুখ। এরা বারবার আসে এবং কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে যায়। সুতরাং আমাদেরকে শেয়ারবাজার নিয়ে ভাবতে হবে।

এসময় তিনি অর্থমন্ত্রীকে শেয়ারবাজার বাঁচানোর জন্য অনুরোধ করেছেন তিনি। এর মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকেও রক্ষা করার অনুরোধ করেছেন।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন