পরিশোধিত মূলধন বেড়েছে পাওয়ার গ্রিডের

পরিশোধিত মূলধন বেড়েছে পাওয়ার গ্রিডের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের পরিশোধিত মূলধন বেড়েছে। প্রিফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটির এ মূলধন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ জুন) বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ২৫০ কোটি ৫৪ লাখ ০৪ হাজার ৯৭৬ টি অপূরণীয় এবং অ-সংরক্ষিত প্রিফারেন্স শেয়ার ইস্যু করেছে। যার মোট মূল্য ২ হাজার ৫০৫ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭৬০ টাকা ।


পূর্বে কোম্পানিটির মোট পরিশোধিত মূলধনের পরিমান ছিলো ৮ হাজার ৫৫৪ কোটি ৯১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা। এর মাঝে সাধারণ শেয়ার ছিলো ৯১৩ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ৯১০ টাকার এবং প্রিফারেন্স শেয়ার ছিলো ৭ হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার ২৩০ টাকার।


তবে বর্তমানে প্রায় আড়াই হাজার কোটি টাকার নতুন প্রিফারেন্স শেয়ার ইস্যুর ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধনে মোট প্রিফারেন্স শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৬ কোটি ৫১ লাখ ০৯ হাজার ৯৯০ টাকা। ফলে টাকার অংকে কোম্পানিটির সর্বশেষ পরিশোধিত মূলধনের পরিমান দাঁড়িয়েছে ১১ হাজার ৬০ কোটি ৩১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা।


এর আগে গত ১৯ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পাওয়ার গ্রিড কোম্পানিকে অপূরণীয় এবং অ-সংরক্ষিত প্রিফারেন্স শেয়ার ইস্যু করার অনুমোদন দেয়।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন