মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী ও রফতানিকারক দেশ। এমপিওবির বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে মালয়েশিয়ায় সব মিলিয়ে ১৭ লাখ ২০ হাজার টন পাম অয়েল উৎপাদন হয়েছে। আগের মাসের তুলনায় দেশটিতে পণ্যটির উৎপাদন কমেছে ৭ দশমিক ৮ শতাংশ।
চলতি বছরের অক্টোবরে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার টন পাম অয়েল রফতানি হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে এমপিওবি। গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দেশটি থেকে পণ্যটির রফতানি বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ।
একদিকে উৎপাদন কমে আসা, এর বিপরীতে রফতানিতে মন্দা ভাব গত মাসে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ কমিয়ে দিয়েছে। এমপিওবির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অক্টোবর শেষে মালয়েশিয়ায় পাম অয়েলের সমাপনী মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৭০ লাখ টনে, যা আগের মাসের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ কম। ২০১৭ সালের জুনের পর এটাই মালয়েশিয়ায় পাম অয়েলের সর্বনিম্ন মজুদের রেকর্ড।
অর্থসংবাদ/এসএ