এবারই প্রথম এলপিএলে খেলছেন তাসকিন। সব ঠিক থাকলে আজ রাতেই এই ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হতে যাচ্ছে তার। নিলাম থেকে ৫০ হাজার ডলারে এই ডানহাতি পেসারকে দলে ভিড়িয়েছে স্ট্রাইকার্স।
এদিকে গতকাল ডাম্বুলা সিক্সার্সের হয়ে নিজের প্রথম বলে উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন মুস্তাফিজ। সবমিলিয়ে ৩ ওভারে ৪৪ রান দিয়ে নেন ১ উইকেট। ৪টি ছক্কা ও ৩টি চার হজম করেন তিনি। ডট দিতে পারেন কেবল তিনটি। আগে ব্যাট করে সুবিধা করতে পারেননি হৃদয়ও। দলের বিপর্যয়ে মুখে চার নম্বরে ব্যাট করতে নেমে ২ বলে ১ রানের বেশি করতে পারেননি এই তরুণ ব্যাটার।
এমআই